জিম্বাবুয়ের স্বপ্নের পরিধি এখন অনেক বড়। বিশ্বকাপ বাছাই, প্রথম রাউন্ড হয়ে এখন সুপার টুয়েলভেও দারুণ ফর্মে আছে তারা।
এই জয়ের পর জিম্বাবুয়ের জন্য বেশ ভালোভাবে টিকে আছে তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশকে হারাতে পারলে পথ আরও পরিষ্কার হবে তাদের জন্য। এই কাজটাই করতে চায় তারা, রোববার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের ভাবনা তেমনই।
তিনি বলেছেন, ‘আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সেমিফাইনাল খেলার। এ জন্য আমাদের বাংলাদেশের বিপক্ষে জিততে হবে, নেদারল্যান্ডসকেও হারাতে হবে। এরপর আমরা আমাদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হব, পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলের উপর কিছুটা নির্ভর করতে হবে। ’
‘তবে আমরা এখনই অনেক দূরের ভাবনা ভাবতে চাই না। আমাদের পুরো মনযোগ আগামীকালকের ম্যাচে, আগামীকাল আমরা একটা ভালো পারফরম্যান্স করতে চাই। আর সেটা হলেই নেদারল্যান্ডস ম্যাচের দিকে তাকাতে পারবো এবং পরবর্তী পরিকল্পনায় অগ্রসর হতে পারবো। ’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে জয়টা অবশ্যই আমাদের জন্য অনেক বড় কিছু। এই জয়েই আমাদের সেমিফাইনালের স্বপ্ন টিকে থাকলো। কিন্তু এটাও একটা ব্যাপার যে গতকাল আমরা ভ্রমণ করে এখানে এসেছি, আজকে অনুশীলন করলাম আর আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে নামতে হবে। সবকিছু বেশ দ্রুত ঘটছে। ’
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এমএইচবি/আরইউ