ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন ইয়াসির

পরিসংখ্যানে বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সবচেয়ে বেশি ১৯ টি-টোয়েন্টির প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, টাইগাররা জিতেছে ১২টি।

কিন্তু সাম্প্রতিক ফর্ম, এই বিশ্বকাপের পারফরম্যান্স হিসেবে এগিয়ে থেকেই নামছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারাতে পারলে সহজ হবে তাদের সেমিফাইনালের পথও।  

সোমবার গ্যাবায় এমন সমীকরণ সামনে রেখে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে ইয়াসির আলি রাব্বিকে, বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।

আগের ম্যাচে ইয়াসির আলীর জায়গায় খেলানো হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার মিরাজের জায়গাতেই ফেরানো হয়েছে তাকে। আবারও আট ব্যাটার তত্ত্বে ফিরেছে বাংলাদেশ।  

জিম্বাবুয়েও মাঠে নামছে একটি পরিবর্তন নিয়ে। টেন্ডাই চাতারাকে জায়গা করে দিয়েছেন লুক জঙ্গুয়ে।  

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন, মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ সময় : ০৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।