ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ডাক মেরে সাজঘরে সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
ডাক মেরে সাজঘরে সৌম্য

প্রথম ওভারের সবগুলো বলই খেলেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের প্রথম বলে স্ট্রাইকে থেকে চারও মেরেছেন তিনি।

তৃতীয় বল খেললেন সৌম্য সরকার, এরপরই হয়ে গেলেন আউট। কোন রান না করেই সাজঘরে ফেরত গেছেন এই উদ্বোধনী ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যথারীতি ইনিংসের উদ্বোধনে আসেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। আগের দুই ম্যাচে মোটামুটি ভালো করলেও এবার এনে দিতে পারেননি স্বাচ্ছন্দ্যের শুরু।  

রিচার্ড এনগারাভা প্রথম ওভার করার পর দ্বিতীয়টিতে আসেন ব্লেসিং মুজারাবানি। তার তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরের লাইনে। সৌম্য সেটাকে কাভারে খেলতে গিয়ে ক্যাচ দেন চাকাভার হাতে।

ইনিংসের হাল ধরার চেষ্টা করছেন লিটন দাস ও শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ২৪ রান করেছে বাংলাদেশ। প্রথম বলেই বাউন্ডারি হাঁকানো লিটন ৯ বলে করেছেন ৯ রান ও শান্ত অপরাজিত আছেন ১৪ বলে ১৫ রান করে।  

বাংলাদেশ সময় : ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।