ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সোহানকে আগেই সতর্ক করেছিলেন সাকিব, ছিলেন ‘নার্ভাস’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
সোহানকে আগেই সতর্ক করেছিলেন সাকিব, ছিলেন ‘নার্ভাস’

নাটকীয় এক দৃশ্যেরই দেখা মিলেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে। শেষ বলে ৫ রান দরকার ছিল জিম্বাবুয়ের।

মোসাদ্দেক হোসেনের বলে ব্লেসিং মুজারাবানিকে তখন স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান। চার রানের জয় নিশ্চিত হয়েছে ভেবে উদযাপনও করে বাংলাদেশ।

এরপর টিভি রিপ্লেতে দেখা যায় স্টাম্পের সামনে থেকে বল ধরেছেন উইকেটরক্ষক সোহান, নিয়ম অনুযায়ী হয় নো বল। পরে অবশ্য ফ্রি হিটেও কোন রান করতে পারেনি জিম্বাবুয়ে, জয় পায় বাংলাদেশ। তবে এমন কিছু যে হতে পারে, আগেই আঁচ করেছেন অধিনায়ক সাকিব আল হাসান; সোহানকে সতর্কও করেছিলেন তিনি।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘যখন দ্বিতীয় শেষ বল (নো বলের আগের ডেলিভারি) করা হলো এবং সোহান স্টাম্পিং করল, আমি তখন বলছিলাম তুমি (সোহান) স্টাম্পের খুব কাছে, পরেরবার সাবধান থেকো। পরে থার্ড আম্পায়ার চেক করলেন! আমি বিশ্বাস করতে পারছিলাম না (হাসি)। ’

মোসাদ্দেকের সঙ্গে কথোপকথন নিয়ে সাকিব বলেন, ‘শেষ বলের আগে (নো বলের পরে) আমি মোসাদ্দেকের কাছে গেলাম। সে আমাকে বলে, ‘চিন্তার কিছু নেই। আমার নিয়ন্ত্রণে আছে সব। সে (মুজারাবানি) ব্যাটেই লাগাতে পারবে না। ’ এটি আমাকে কিছুটা শান্ত করেছে। তবে ভেতরে ভেতরে আমি নার্ভাস ছিলাম। ম্যাচটি খুব ভালো ছিল। দুই দল শেষ পর্যন্ত লড়াই করেছে। ’

জিম্বাবুয়ের জন্য ব্যাপারটা ছিল আরও বেশি অস্বস্তির। অপ্রত্যাশিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। তাতে নিশ্চিতভাবেই কমেছে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। এই নো বল কাণ্ড অবশ্য দলটির অধিনায়ক ক্রেইগ আরভিনের কাছে অদ্ভূত লেগেছে।

তিনি বলেছেন, ‘এটি সত্যিই অদ্ভুত ছিল। আমি এর আগে কখনও এমন কিছু দেখিনি। এই বিশ্বকাপে সম্ভাব্য সবকিছুই দেখা যাচ্ছে। আমরা আসলে ভেবেছিলাম, এটি হয়তো আমাদের সুযোগ হিসেবে এসেছে। শেষ বলে হয়তো বাউন্ডারি মারা যেতে পারে। কৃতিত্ব অবশ্যই বাংলাদেশের। তারা দারুণ বোলিং করেছে, দারুণ ফিল্ডিং করেছে। ’

বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।