ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশি কোচে আস্থা রংপুরের, নিজেদের ভেন্যুতে করবে অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
দেশি কোচে আস্থা রংপুরের, নিজেদের ভেন্যুতে করবে অনুশীলন কথা বলছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক। ছবি : শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই চমক দেখায় রংপুর রাইডার্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ চলায় এবার তারকা ক্রিকেটার-কোচদের আনার সুযোগ কম।

রংপুর রাইডার্সও আস্থা রাখছে দেশি কোচের ওপর।

গত ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চ্যাম্পিয়ন করা সোহেল ইসলামের রংপুরের হেড কোচ হওয়া প্রায় নিশ্চিত। রোববার যুক্তরাষ্ট্রের মাইনর লিগের দল আটলান্টা ফায়ারের সঙ্গে চুক্তি করে রংপুর রাইডার্স। এরপর রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক জানিয়েছেন, তামিমের পরামর্শ কাজ করেছে দেশের কোচে আস্থা রাখার পেছনে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘শুক্রবার আমি তামিমের সঙ্গে নামাজ পড়ছিলাম। তখন সে বলছিল আমরা ঘরোয়ায় উন্নতির কথা বলি, কিন্তু বিপিএলে ৪০ দিনের জন্য বিদেশি কোচ নিয়ে আসি। সালাউদ্দিন ভাই যেভাবে উন্নতি করেছে, সোহেল ইসলাম শেখ জামালে আমাদের একটা সাফল্য এনে দিয়েছে। শেষ দুই বছর আমাদের সঙ্গে কাজ করছে। সম্ভবত উনিই আমাদের হেড কোচ হচ্ছে। ’

বিপিএলের সময় সবগুলো দলকে দেখা যায় বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করতে। এবার ব্যতিক্রম হচ্ছে রংপুর রাইডার্স। কিংস অ্যারেনায় নিজেদের মাঠে অনুশীলন করবেন দলটির ক্রিকেটাররা, এমনটিই জানিয়েছেন সিইও।

তিনি বলেছেন, ‘কিংস অ্যারেনায় আমাদের যে ক্রিকেট অনুশীলন মাঠ আছে, আমরা রংপুর রাইডার্স পুরো মৌসুম ওখানে অনুশীলন করবো। পাশে ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে, দুই-তিন বছরের মধ্যে ওটাকে হোম ভেন্যু হিসেবে দেখতে পাবেন। ’

বাংলাদেশ সময় : ২২০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।