ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
সাকিবদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টেন

ক্রিকেটের সবচেয়ে দ্রুতগতির ফরম্যাট টি-টেন। বুধবার থেকে শুরু হচ্ছে ১২ দিন, ৮ ফ্র্যাঞ্চাইজি ও ৩৩ ম্যাচের আবুধাবি টে-টেন লিগ।

২৩ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর।

এবারের আসরে ডোয়াইন ব্রাভো, অ্যালেক্স হেলস, সুরেশ রায়না, ডেভিড মিলার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইয়ন মরগানের মতো তারকারা মাঠ মাতাবেন। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

৯০ মিনিটের আশেপাশে শেষ হওয়া টি-টেন ম্যাচগুলো দর্শকদের জন্যও হয়ে থাকে বেশ উপভোগ্য। প্রায় প্রতি বলেই দেখা যায় বাউন্ডারি কিংবা উইকেটের দেখা। এবারের আসরে দর্শকদের বিনোদন দেওয়ার এই কাজ করবেন ১৪০জন ক্রিকেটার।

এবার দলের সংখ্যাও বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক দুই ফ্র্যাঞ্চাইজি এসএএমপি আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকার্স খেলবে। এর সঙ্গে পুরোনো বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর, দিল্লি বুলস, নর্দান ওয়ারিয়র, টিম আবুধাবি ও চেন্নাই ব্রেভার্স তো আছেই।

টুর্নামেন্টের প্রথমদিনে মাঠে নামছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান, বাংলা টাইগার্সের অধিনায়ক তিনি। তার দল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কাইরন পোলার্ডের নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের। দিনের দ্বিতীয় ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটরসের সঙ্গে টিম আবুধাবি মুখোমুখি হবে। বাংলাদেশে টি-স্পোর্টসে দেখা যাবে ম্যাচগুলো।

টি-টেন স্পোর্টস ম্যানেজম্যান্টের চেয়ারম্যান শাজি উল মুলক বলেছেন, ‘আমরা রোমাঞ্চিত যে ষষ্ঠ মৌসুমে আবুধাবি টি-টেন পাঁচটি মহাদেশ জুড়ে এত বেশি লোকের বাড়িতে এবং স্ক্রিনে পৌঁছে যাবে। আরও ভক্তদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। আবুধাবি টি-টেনের জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আমরা আমাদের সকল অনুরাগী এবং অনুগামীদের এই বছর আরও বেশি আনন্দদায়ক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছি। ’

‘ক্রিকেট পরিবার সত্যিই টি-টেন ফর্ম্যাটকে ভালোবেসেছে। পূর্ণ সদস্য বোর্ড এটার সঙ্গে যোগ দিয়েছে। আবুধাবিসহ, শ্রীলঙ্কা জিম্বাবুয়ের টুর্নামেন্ট, আমরা ২০২৪ সালে সব মিলিয়ে প্রায় পাঁচটি প্রতিযোগিতার দিকে নজর দিচ্ছি কারণ টি-টেন বিশ্ব মঞ্চে তার ছাপ রাখছে। ’

আবুধাবি টি-টেনের সিওও রাজীব খান্না বলেছেন, ‘কোভিড বিধিনিষেধের বাইরে, আবুধাবি টি-টেনের ষষ্ঠ মৌসুমে মাঠে বিস্ফোরক পারফরম্যান্সের সাথে ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুত। আমরা আশা করি ভক্তদের স্টেডিয়ামে অভিজ্ঞতা দিতে পারব আর ক্রিকেটাররা সেরা ফর্মে আছে, যা একটি রোমাঞ্চকর ও সফল মৌসুমের সৃষ্টি করবে। ’

বাংলাদেশ সময় : ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।