ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। এসময় ইউজিসির প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।

রোববার (১৫ জানুয়ারি) সকালে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ ও সহকারী পরিচালক মোহাম্মদ হারুন মিয়া।

পরে কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা।

 

এতে আরও উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, সাউদার্ন ট্রাস্টি বোর্ডের সদস্য সরওয়ার জাহান, অধ্যাপক ড. ইসরাত জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।