চট্টগ্রাম: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাত্রা করবেন।
রোববার (৫ জানুয়ারি) রাতে এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
সাক্ষাৎকালে আবদুল্লাহ আল নোমান বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, লন্ডনে চিকিৎসা শেষে তিনি সুস্থভাবেই দেশে ফিরে আসবেন-এটাই প্রার্থনা।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এসি/টিসি