ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পৌনে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
সীতাকুণ্ডে পৌনে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ২

চট্টগ্রাম: সীতাকুণ্ড থেকে এক কোটি ৭০ লাখ টাকার ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের সুনীল পালের ছেলে বসু পাল (৩৫) ও বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের শশাংক পালের ছেলে রতন পাল (৬০)।

সীতাকুণ্ড থানা সূত্র জানায়, সকালে সীতাকুন্ড বাস স্ট্যান্ডে যানজট নিরসনে ডিউটির সময় এসআই পাপেল রায় তাদের আটক করেন।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করে জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণেবার জব্দ করা হয়। যার ওজন ২৩৩২ দশমিক ১১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, স্বর্ণবারগুলো ঢাকায় বিক্রির করার উদ্দেশ্যে মাইক্রোবাসে সীতাকুন্ড এসে তারা বাসের জন্য অপেক্ষো করছিলো।  

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণবারসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।