ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যরাতে আগুনে পুড়লো ৭ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
মধ্যরাতে আগুনে পুড়লো ৭ দোকান ...

চট্টগ্রাম: নগরের মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বাংলানিউজকে বলেন, বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সাতটি দোকান পুড়ে যায়। উদ্ধার করা হয়েছে ৩০ লাখ টাকার মালামাল।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।