ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘অদম্য মেধাবীদের দেশপ্রেমের ক্ষেত্রেও অদম্য হতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
‘অদম্য মেধাবীদের দেশপ্রেমের ক্ষেত্রেও অদম্য হতে হবে’ ...

চট্টগ্রাম: ‘শুভ্রতার স্পর্শে লালিত স্বপ্ন, বিকশিত হোক সত্যের ছোঁয়ায়’ স্লোগান ধারণ করে দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প প্রতিধ্বনি বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লোহাগাড়ার মাশাবি রেস্টুরেন্ট মিলনায়তনে এই বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বৃত্তি প্রকল্পের পরিচালক আসিফুল্লাহ মো. আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আশরাফ আলী। উদ্বোধক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদ ইশমামের বড় ভাই মো. মুহিব।

 

ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. আতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মো. হায়দার আরিফ। বিশেষ অতিথি ছিলেন গার্ডিয়ান কালচার একাডেমির প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী।  

বৃত্তি প্রকল্পের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রতিধ্বনির সাবেক চেয়ারম্যান নুরুল হক, মাওলানা আহসানুল্লাহ, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ, প্রচ্ছদ প্রকাশনের পরিচালক আবু সুফিয়ান, সাংবাদিক আরফাত হোসাইন বিপ্লব, বৃত্তি প্রকল্পের আহ্বায়ক ডিএম আসহাব উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে অবদান রেখে চলছে। প্রতিধ্বনির বৃত্তি পরীক্ষা শিক্ষার মান উন্নয়ন, প্রসার ও শিক্ষার্থীদের মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবর্ধিত মেধাবীদের মনে রাখতে হবে, পৃথিবীর কোনো পুরস্কারই আসল পুরস্কার নয়। আল্লাহর সামনে আখেরাতে বিজয়ী হওয়াই হচ্ছে মানুষের চরম সফলতা। তাই আখেরাতমুখি জীবনযাপনে আমাদেরকে সর্বদা প্রচেষ্টা চালাতে হবে।  

বক্তারা আরও বলেন, আজকের অদম্য মেধাবীদের দেশপ্রেমের ক্ষেত্রেও অদম্য হতে হবে। স্বাধীনতা রক্ষা, জনগণের অধিকার আদায়ে স্বৈরাচারের পতন আন্দোলনের মতোই সবসময় অদম্য হতে হবে। আমরা না পারলে জনগণ হেরে যাবে, সত্যের পরাজয় হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।