ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাত ও সড়ক দখল করায় জরিমানা ১৫ হাজার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ফুটপাত ও সড়ক দখল করায় জরিমানা ১৫ হাজার টাকা

চট্টগ্রাম: নগরের বায়েজিদ সড়কের উভয় পাশ ও ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান তুলে, নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযানে নেতৃত্ব দেন।

 

এ ছাড়া চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মোকদ্দমায় দুইজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

চসিকের জনসংযোগ কাম প্রটোকল অফিসার আজিজ আহমদ বাংলানিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।  জনস্বার্থে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।