ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে হলের ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের তালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
চবিতে হলের ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের তালা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ায় তালা দিয়েছে শাখা ছাত্রলীগের কর্মীরা।  

রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চবির সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

পরে বেলা তিনটার দিকে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

শাখা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আফ্রিদি রহমান মিঠু বাংলানিউজকে বলেন, অনেকদিন ধরে সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় পঁচা, বাসি খাবার পরিবেশন করছে।

ফ্রিজে রাখা বহুদিন আগের এসব বাসি খাবার আমরা দেখেছি। পরে ছাত্রলীগের কর্মীরা ক্যাফেটেরিয়ায় তালা ঝুলিয়ে দেয়।  

এ বিষয়ে জানতে সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ার ম্যানেজার ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।