ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হামিদচরে অবৈধ মাটি উত্তোলন, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
হামিদচরে অবৈধ মাটি উত্তোলন, জরিমানা 

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তীরে হামিদচরে প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সারওয়ার করিম নামের এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

 

তিনি বাংলানিউজকে বলেন, সরকারি জমি থেকে মাটি উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করি। অভিযানে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে চাঁদগাও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম, চান্দগাঁও ভূমি অফিসের কর্মকর্তারা সহায়তা করেন।  

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হামিদচরে ৭৩ দশমিক ৪২ একর সরকারি জমিতে মিনি সেক্রেটারিয়েট বা সমন্বিত অফিস ভবন নির্মানের প্রস্তাব নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তাই এ জমি থেকে মাটি বা বালু উত্তোলন কিংবা যেকোনও ধরনের অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।