ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাহজাবীন মোরশেদসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
মাহজাবীন মোরশেদসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা মাহজাবীন মোরশেদ ও মোরশেদ মুরাদ ইব্রাহিম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বেসিক ব্যাংকের জামানতবিহীন ৩০০ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

রোববার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ নিষেধাজ্ঞার আদেশ দেন।

 

অন্য দুই জন হলেন, আই জি নেভিগেশন লিমিটেডের ডাইরেক্টর হুমাইরা কবির ও  সৈয়দ মোজাফফর রহমান।  

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, অর্থঋণ আদালতের দুইটি মামলায় বেসিক ব্যাংক আই জি নেভিগেশন লিমিটেডের থেকে ৩০০ কোটি টাকার বেশি দাবি করে।

গত ২১ নভেম্বর তারিখে ব্যাংকের পক্ষে ৪ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত রোববার শুনানি শেষে  ৪ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি তারিখে ৪ জনের পাসপোর্ট আদালতে জমা প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন।

৪ জন দেশত্যাগ করতে যাতে না পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অতিরিক্ত আইজিপিকে (বিশেষ শাখা) নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।