চট্টগ্রাম: সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় সমস্যা সমাধান করতে পারে উল্লেখ করে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার একেএম মাহবুবুর রহমান বলেছেন, তবে তা অবশ্যই নিয়ম নীতির মধ্যে থাকতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে, জাতীয় রপ্তানি ত্বরান্বিত করতে সবার ঐকান্তিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের ইপিজেডে বিনিয়োগকারীদের সংগঠন বেপজিয়ার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম ইপিজেড ইনভেস্টরস ক্লাবে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বেপজার চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান।
বেপজিয়ার পরিচালক জিন্নাহ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও ফারনকানটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা মাঈনুদ্দিন ফরহাদ।
বিনিয়োগকারী গণের পক্ষে বক্তব্য দেন অন্জন শেখর দাস, মি. ওয়েন চেং জেং, শায়খ শাহীনুর রহমান, আবুল কালাম, ইন্জিনিয়ার রফিকুল ইসলাম, আব্দুল জাব্বার প্রমুখ।
বক্তারা জাতীয় অর্থনীতিতে ইপিজেডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, দেশের রপ্তানি আরও বেগবান করতে ইপিজেড বিনিয়োগকারীদের প্রাত্যহিক কিছু সমস্যা নিরসনে গুরুত্ব দিতে হবে। যা নিরসন করতে পারলেই, বিনিয়োগকারীরা নির্বিঘ্নে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং জাতীয় রপ্তানি আরও গতিশীল হবে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এআর/টিসি