ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে ...

চট্টগ্রাম: কর্ণফুলীর মইজ্জ্যারটেক টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আইল্যান্ডে আটকে গেছে। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আমানত তৃতীয় সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান সেল ভ্যান জেভি’র প্রজেক্ট ম্যানেজার সুমন ঘোষ জানান, কক্সবাজারগামী তিশা ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার ৪ ও ৫ নম্বর লেনের মাঝে আইল্যান্ডে উঠে যায়।

ভাগ্যক্রমে টোল প্লাজার কর্মচারী এবং বাসের যাত্রীরা প্রাণে বেঁচে যান। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে টোলপ্লাজার ৫ নম্বর লেন বন্ধ রাখা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে। চালক ও সহকারী পলাতক। টোলপ্লাজার অবকাঠামোর ক্ষতি হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।