চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের অভ্যন্তরে একটি পাহাড়ে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের পেছনে একটি পাহাড়ে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানানো হলে ফায়ারসার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিসকে জানিয়েছি আমরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে স্থানীয়রা পাহাড়ের খড়কুটো পরিষ্কার করার জন্য আগুন জ্বালিয়েছিল, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে কিছু গাছপালা পুড়ে গেলেও কোনও বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এমএ/পিডি/টিসি