চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৪২তম সিন্ডিকেট সভা সিন্ডিকেটের সভাপতি ও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. প্রফেসর এ এফ এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
সিন্ডিকেট সভায় ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিস আফরীন আহমেদ হাসনাইন, মঞ্জুরী কমিশন মনোনীত সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর সালামত উল্লাহ ভূইয়া, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, সিন্ডিকেট সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম উপস্থিত ছিলেন।
সভায় ৪১তম সভার কার্যবিবরণী, অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ, ফাইন্যান্স কমিটির সিদ্ধান্ত, নিয়োগ কমিটির সিদ্ধান্ত, বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর চাকরিতে পদোন্নতি, ইস্তফা, যোগদান সংক্রান্ত বিষয় এবং ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটিসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসি/টিসি