ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাই এর কার্যকরী পর্ষদ গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাই এর কার্যকরী পর্ষদ গঠন ...

চট্টগ্রাম: যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাই এর ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পর্ষদ গঠিত হয়েছে। পর্ষদে গোলাম বাকী মাসুদকে সভাপতি এবং মো. সাইফুল কাদের বিদ্যুৎ-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

কার্যকরী পর্ষদের সদস্যরা হলেন: সহ সভাপতি-১ মাঈনুল ইসলাম সোহেল, সহ সভাপতি-২ ডা. ফারিহা নাজ মাহবুব, সহ সভাপতি-৩ এইচ.এম.মহিউদ্দিন, সহ সাধারণ সম্পাদক বেনজির বিন ইসলাম খান, অর্থ সম্পাদক নিজাম উল আলম খান, সহ অর্থ সম্পাদক বিশ্বজিৎ রায়।  

সদস্যরা হলেন- জিয়া হাসান আল রাকিব, মো. মাহাবুবুল আলম, মো. আক্তার হোসেন, সদস্য আসিফ ইকবাল, সদস্য তৌফিক আনোয়ার, জুয়েল পান্তা, আবদুল জব্বার, এইচ.এম সালাউদ্দিন, তপু চৌধুরী, রুবায়েত সরওয়ার, মনজুরুল ইসলাম রায়হান, জিয়াউল কবির সোহেল, সৌমেন ঘোষ, পার্থ প্রতীম বিশ্বাস, বখতিয়ার হোসেন জনি, সৈয়দ শাহরিয়াত হোসেন, শাহরিয়ার, জনি সাহা, কাজী তৌফিকুল আজম, অনিমা বড়ুয়া, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল।

 

এ কার্যকরী পর্ষদ গঠনের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই আরও সেবামূলক কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। যারা সদস্য ফরম নেয়নি তাদের নিয়ম অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।