ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে হবে আন্তর্জাতিক ম্যারাথন 'সেইলর চট্টগ্রাম ২৫ কিলো রান'

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
চবিতে হবে আন্তর্জাতিক ম্যারাথন 'সেইলর চট্টগ্রাম ২৫ কিলো রান'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ২৫ কিলোমিটারের আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে 'রান বাংলাদেশ'। ১২টি দেশের ৬৫০ জন প্রতিযোগী এতে অংশ নেবেন।

বিভিন্ন বয়সের, পেশাজীবী ও চবির সাবেক শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় শুরু হবে 'সেইলর চট্টগ্রাম ২৫ কিলোমিটার রান ২০২৩' প্রতিযোগিতাটি।
 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজকরা।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয়ে তিনবার ক্যাম্পাস প্রদক্ষিণ করতে হবে ২৫ কিলোমিটার ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগিদের। এছাড়া ৫ ও ১০ কিলোমিটারের ম্যারাথনেও অংশ নেবেন অনেকে। ৪ ঘণ্টা ১০ মিনিটের এ প্রতিযোগিতা চলাকালে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ১২০ জন সদস্য।  

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে সেইলর। এছাড়া কো-স্পন্সর হিসেবে থাকছে ডানো, ফ্রেশ এবং আমা কফি।  

ইভেন্টের সার্বিক সহযোগিতায় থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।  

প্রতিযোগিতায় বাংলাদেশ, ইন্ডিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, সুইডেনসহ ১২টি দেশের মোট ৬৫০ জন প্রতিযোগী এতে অংশ নেবেন। 'সেইলর চট্টগ্রাম ২৫ কিলোমিটার রান ২০২৩' এ টেকনিক্যাল জাজ হিসেবে থাকবে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।  

সংবাদ সম্মেলনে রান বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইমতিয়াজ আহমেদ, রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ, ইভেন্ট ডিরেক্টর এমএ আশেক চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর সাজেদুল হাসান উপস্থিত ছিলেন।  

ইভেন্ট ডিরেক্টর এমএ আশেক চৌধুরী বলেন, চট্টগ্রামকে সারাবিশ্বের মাঝে তুলে ধরার জন্য আমরা এ প্রতিযোগিতার নামকরণের ক্ষেত্রে 'চট্টগ্রাম' শব্দটা যুক্ত করেছি। এছাড়া ভেনু হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বেছে নেওয়ার কারণ হলো যারা এ বিশ্ববিদ্যালয়ে আগে কখনো আসেনি এবং ক্যাম্পাসের সৌন্দর্য দেখার সুযোগ হয়নি, তাদেরকে সেই সুযোগ করে দেওয়া। এছাড়া পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে দৌঁড়কে খেলাধূলার অংশ হিসেবে সবার সামনে তুলে ধরতে এ প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। আশাকরি আন্তর্জাতিক মানের এ ইভেন্ট সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো সবার সহযোগিতায়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।