ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একুশের প্রথম প্রহরে চবিতে চলছে ছাত্রলীগের সংঘর্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
একুশের প্রথম প্রহরে চবিতে চলছে ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: রুম দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

 

এসময় চবি ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ বিজয়ের নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নিয়েছে একটি পক্ষ।

অপরদিকে বিজয় গ্রুপের আরেকটি পক্ষ চবির কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান নিয়েছে।  

প্রতিবেদনটি লেখা পর্যন্ত উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে দুই পক্ষের অনুসারীরা।  

বিজয় গ্রুপের এক পক্ষের নেতা মোহাম্মদ দেলোয়ার বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে আলাওল হলে থাকা আমাদের কিছু কর্মীকে বের করে দেওয়ার চেষ্টা করছে তারা। আজকে রাতে আমরা আলাওল হলের দিকে কথা বলার জন্য যেতে চাইলে তারা আমাদের ধাওয়া করে।  

এদিকে বিজয়ের অপরপক্ষে নেতাকর্মীরা জানিয়েছেন, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ফুল দিতে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়।  

ঘটনাস্থলে পুলিশ থাকলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাওকে দেখা যায়নি। ফলে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।