ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
কৃষি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় জমির উদ্দিন নামের এক যুবককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার দায়ে এক যুবককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি২১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।