ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভাষা আন্দোলনের শহীদরাই একাত্তরের অনুপ্রেরণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
ভাষা আন্দোলনের শহীদরাই একাত্তরের অনুপ্রেরণা

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, বাঙালি জাতির সকল আন্দোলন সংগ্রামের মূল প্রেরণা ছিল একুশে ফেব্রুয়ারি। শোষক গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিজেদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় তার প্রথম ধাপ ছিল একুশে ফেব্রুয়ারি।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি মাহফুজুন নবী খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, সাতকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।