ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ...

চট্টগ্রাম: পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (২৪ ফেব্রুযারি) ভোর ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে।

 

পটিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী মায়ের দোয়া নামে একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এমআর ট্রাভেলস এর কোচটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে৷ এসময় ঘটনাস্থলেই রুবেল নামে একজনের মৃত্যু হয়। আহত হয় আরও ৮ জন। সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

এদিকে সড়ক দুর্ঘটনায় আহত মোস্তাকিন (২৩) ও মো. আরিফ (২৪) নামের দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।