ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেনিনসুলা প্রিমিয়ার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন পেনিনসুলা ওয়ারিয়র্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
পেনিনসুলা প্রিমিয়ার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন পেনিনসুলা ওয়ারিয়র্স ...

চট্টগ্রাম: তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং এর আন্তঃবিভাগীয় ইস্পাহানি টি প্রিমিয়ার ক্রিকেট লীগে পেনিনসুলা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে।  

বৃহস্পতিবার (০২ মার্চ) চট্টগ্রামের কোয়ালিটি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলায় পেনিনসুলা গ্ল্যাডিয়েটর্সকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

 
    
দিনব্যাপী অনুষ্ঠিত জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্টে চারটি আন্তঃবিভাগীয় টিম অংশগ্রহণ করে। দিন শেষে ফাইনাল ম্যাচে অংশ নেয় পেনিনসুলা গ্ল্যাডিয়েটর্স ও পেনিনসুলা ওয়ারিয়র্স।
প্রথমে ব্যাট করতে নেমে পেনিনসুলা গ্ল্যাডিয়টর্স ৬ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। ৮৫ রানের টার্গেটে খেলতে নেমে পেনিনসুলা ওয়ারিয়র্স মাত্র ১ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। চ্যাম্পিয়ন টিম পেনিনসুলা ওয়ারিয়র্স এর ব্যাটসম্যান এমরান সর্বোচ্চ ২১ বলে ৭২ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য সিরিজ ট্রফি অর্জন করেন।  

ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন র‌্যাঙ্কস এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন, দ্য পেনিনসুলা চিটাগং এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন এবং টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ইস্পাহানি টি লিমিটেড এর সিনিয়র ডিভিশনাল ম্যানেজার চৌধুরী মো. আবু হেনা মোস্তফা হেলাল, উইং ম্যানেজার নুর নবী। পেনিনসুলার জমজমাট এই টুর্নামেন্ট অসংখ্য দর্শক উপভোগ করেন।

উল্লেখ্য, প্রতিবছর পেনিনসুলা চিটাগাং আন্তঃবিভাগীয় এই প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজন করে আসছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।