ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সন্তানের দৈনন্দিন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
‘সন্তানের দৈনন্দিন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে হবে’ ...

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সন্তানের দৈনন্দিন কর্মকাণ্ড অভিভাবকদের নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সন্তান ঘর থেকে স্কুলের জন্য বেরিয়ে স্কুলে উপস্থিত হয়েছে কিনা তা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে খবর নিতে হবে।

আপনার প্রিয় সন্তানকে শখ করে একটি মোবাইল কিনে দিয়েছেন। কিন্তু ডিজিটাল এই সময়ে সেই মোবাইল দিয়ে সন্তান কি করে বেড়াচ্ছে ও কাদের সঙ্গে  মেলামেশা করছে তা মনিটরিং করতে হবে।
প্রত্যেক অভিভাবকদেরকে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরী। সন্তান তার মনের কথা, তার ভাল লাগা বা না লাগার বিষয়গুলো মা-বাবার সাথে শেয়ার করবে-এমন সম্পর্ক সৃষ্টি করতে হবে।

শুক্রবার (৩ মার্চ) সকালে মুনির নগর হাউজিং এলাকার ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ইপিজেড কর্ণফুলী মডেল স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. হাসান, সহ সভাপতি হাজী মো. আবু নাছের, স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।