চট্টগ্রাম: 'টিকিট যার, ভ্রমণ তার’এ স্লোগানকে সামনে রেখে রেলে অবৈধ ভ্রমণে জরিমানা আদায় ও কালোবাজারি রোধে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পূর্বাঞ্চল গঠিত টাস্কফোর্স টিম।
রোববার (৫ মার্চ) সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সূ্বর্ণ এক্সপ্রেস ট্রেনে ও ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতিধরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স টিম চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মিল না থাকায় ৪৭টি মামলায় ৩৯ হাজার ৪২০ টাকা ও একই অপরাধে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনে ২৪টি মামলায় ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কিনতে প্রতিদিনই প্রতিটি ট্রেনে প্রচার-প্রচারণা চালাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল।
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বাংলানিউজকে বলেন, সকালে চট্টগ্রাম থেকে যাওয়া সূ্বর্ণ এক্সপ্রেস ট্রেনে লাকসাম রেলওয়ে স্টেশন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এরপর ঢাকা থেকে ফিরতি সোনার বাংলা ট্রেনে লাকসাম থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিকিট ছাড়া ট্রেন ভ্রমন ও জাতীয় পরিচয় পত্রের সঙ্গে টিকিটের মিল না থাকায় ৭১টি মামলায় ৫৮ হাজার ৩২০ টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
বিই/পিডি/টিসি