চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিস্ফোরিত সীমা অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন ছাড়াও অনুমোদনহীন কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেনের সিলিন্ডার পাওয়া গেছে। এছাড়া এই অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলাম থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে তদন্ত কমিটি।
রোববার (৫ মার্চ) বিকেলে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
তিনি বলেন, ‘প্ল্যান্টে অক্সিজেনের পাশাপাশি কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডারও দেখেছি আমরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘সামগ্রিকভাবে পুরো বিষয়টি স্টাডি করার জন্য যা যা উপদান সংগ্রহ করা দরকার তা আমরা করছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, এই অক্সিজেন প্ল্যান্টের গ্যাস সেপারেশন কলাম থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তবে এটি নিয়ে অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে, যেটি নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। ’
রাকিব হাসান বলেন, ‘ঘটনাস্থল সীমা অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করেছি। সেখানকার প্রধান ও কর্মকর্তা এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। সেখানে যাওয়ার পর আরও নতুন কিছু আমাদের সামনে আসে। ইতিমধ্যে আমরা বিশেষজ্ঞ টিম ও কমিটির সদস্যরা বসে পর্যালোচনা করেছি। আশাকরছি ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারব। কী কারণে এ ঘটনা ঘটল, ভবিষ্যতে যাতে আর এ রকম ঘটনা না ঘটে, সে জন্য পরামর্শসহ পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করছি। ’
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সুদীপ্ত সরকারসহ কমিটির সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
বিই/পিডি/টিসি