ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ইতিহাসের অমর কাব্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ইতিহাসের অমর কাব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সম্বলিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদনকরেন সাংবাদিক নেতারা।

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ইতিহাসের এক অমর কাব্য। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতার সংগ্রামকে বেগবান করতে এই ভাষণের গুরুত্ব ছিল অপরিসীম।

এতে করে ঐতিহাসিক এই ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়েছিল স্বাধীনতার দিকনির্দেশনা।
 

মঙ্গলবার (৭ মার্চ)  চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।  

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, বিএফইউজের সাবেক যুগ্ম-মহাসচিব আসিফ সিরাজ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও গবেষক মুহাম্মদ শামসুল হক প্রমুখ।

সালাহউদ্দিন মো. রেজা বলেন, সাতই মার্চের মূলমন্ত্র হলো স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। একাত্তরের ঐতিহাসিক এই ভাষণ স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র।  

সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, লক্ষাধিক স্বাধীনতাকামী জনতার সামনে বঙ্গবন্ধুর উনিশ মিনিটের অসামান্য এই ভাষণে বঙ্গবন্ধু শোষক পাকিস্তানের কবল থেকে দেশকে মুক্ত করতে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়েছিলেন।  

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, সিইউজের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য স্বপন কুমার মল্লিক, দেবপ্রসাদ দাস, মোহাম্মদ ফারুক, রাজেশ চক্রবর্তী, রবি শঙ্কর চক্রবর্তী, অনুপম বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

আলোচনা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সম্বলিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।