ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিশুসাহিত্যিক ফারুক হাসান আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
শিশুসাহিত্যিক ফারুক হাসান আর নেই

চট্টগ্রাম: শিশু-কিশোর পত্রিকা ‘কথন’ সম্পাদক, শিশু সাহিত্যিক ও গীতিকার ফারুক হাসান আর নেই।  

বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর রাত সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে।  

জোহর নামাজের পর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  
 
শিশুসাহিত্যিক ফারুক হাসানের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই গ্রামে। তার বাবার নাম ইকবাল আহমেদ সওদাগর। আন্দরকিল্লা নজির আহমেদ চৌধুরী সড়কের চেয়ারম্যান গলিতে পৈতৃক বাড়িতে তিনি সপরিবারে বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ফারুক হাসানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় ছেলে শাকিব গত বছরের ২২ মার্চ লোহাগাড়ার আধুনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা,  মার্চ ০৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।