ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
বাঁশখালীতে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৮

চট্টগ্রাম: বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাবুদ্দিন নামে এক যুবক হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- মোহাম্মদ হাসান (২৭), নুর হোসেন (৫৩), নয়ন (২৩), রাজিয়া বেগম (৪০), বাহাদুর আলম (৩৫), মো. মানিক হাসান (৩৪), মো. রাকিব (১৭) ও সাইদুল ইসলাম সিহান (১৬)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া গ্রামে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বাংলানিউজকে বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার সকালে ভাইদের নিয়ে জমি থেকে মাটি কাটতে নামেন শাহাবুদ্দিন। এ সময় তার চাচাতো ভাইরা বাধা দেন। একপর্যায়ে মাছ শিকারের টেটা মেরে শাহাবুদ্দিনকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শাহাবুদ্দিনের বাবা ইয়াকুব বাদী হয়ে বাঁশখালী থাকায় হত্যা মামলা দায়ের করেন৷ পরে আজ সকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।