ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রযুক্তির ওপর নির্ভর করেই আমাদের এগিয়ে যেতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
প্রযুক্তির ওপর নির্ভর করেই আমাদের এগিয়ে যেতে হবে

চট্টগ্রাম: ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তপন কান্তি সরকার বলেছেন, এখন তথ্যপ্রযুক্তির যুগ। এর মাধ্যমে সমাজ তথা দেশকে এগিয়ে নিতে হবে।

এ বিষয়ে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে সাংবাদিকরা এ প্রযুক্তি ব্যবহার করে গণমানুষের সংবাদচিত্র মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে তুলে ধরছেন।
আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করেই আমাদের এগিয়ে যেতে হবে। তথ্যপ্রযুক্তির নির্ভরতায় দেশ ও জাতির উন্নয়নে একযোগে আমাদের কাজ করতে হবে।  

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এতে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। বিশেষ অতিথির বক্তব্য দেন ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান। একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় বক্তব্য দেন গবেষক ড. আনোয়ারা আলম, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, অর্থনীতিবিদ গীতা রানি সরকার, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক তরুণ কান্তি বড়ুয়া, একাডেমির পরিচালক শারুদ নিজাম, এসএম মোখলেসুর রহমান, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, গল্পকার ফারজানা রহমান শিমু। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক জাহাঙ্গীর মিঞা।  

ড. বদরুল হুদা খান বলেন, দেশ ও সমাজকে সঠিকপথে পরিচালনা করার জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দল ও পক্ষপাতিত্বেও ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ, সঠিক তথ্য উপাত্ত ভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে।  

ড. আনোয়ারা আলম লোকমান খান শেরওয়ানীকে বহুমাত্রিক ব্যক্তিত্ব আখ্যায়িত করে বলেন, এ ব্যক্তিত্বের অজানা কর্মকাণ্ড কীর্তিগাথা সংগ্রহ করে পাঠক সমাজের কাছে তুলে ধরতে হবে।  

তিনি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে সমাজের অনাবিষ্কৃত, অনালোচিত আদর্শ, সৎ ও গুণী মনীষীদের তুলে এনে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার আহ্বান জানান।  

ইতিহাসে তাঁদের কীর্তিকর্ম ও জীবনচিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকতা একটি মহত্তম পেশা। এ পেশার মান-মর্যাদাও অক্ষুণ্ন রাখতে হবে।  

২০২২ সালে প্রকাশিত/প্রচারিত শিক্ষা-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক প্রতিবেদনের জন্য এবার পুরস্কার পেয়েছেন প্রিন্ট মিডিয়ায় দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার ও ইলেকট্রনিক মিডিয়ায় চ্যানেল টোয়েন্টি ফোরের জোবাইর মনজুর।  

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা তুলে দেন অতিথিরা।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা,  মার্চ ০৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।