ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওয়াসার পানিতে থৈ থৈ ২ নম্বর গেইট এলাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
ওয়াসার পানিতে থৈ থৈ ২ নম্বর গেইট এলাকা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের দুই নম্বর গেইট এলাকা ওয়াসার পাইপলাইন ফেটে পানিতে তলিয়ে গেছে। এতে চলাচলের রাস্তার কিছু অংশ ভেঙে গেছে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে বাদশা মিয়া পেট্রোল পাম্পের সামনে এ অবস্থার সৃষ্টি হয়।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকালও ভালো ছিল রাস্তাটি।

হঠাৎ করে দুপুরের দিকে ওয়াসার পানির লাইন থেকে তীব্র বেগে পানি বের হতে শুরু করে। এতে পুরো এলাকা পানিতে ভেসে যায়। পানির তীব্র স্রোতের কারণে রাস্তার একপাশে ভেঙে গেছে। অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
 
এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বাংলানিউজকে বলেন, পাইপলাইনের লিকেজের কারণে হঠাৎ করে পানি বের হচ্ছে। আমরা খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। দ্রুত লিকেজ সারানোর কাজ করা হবে।

এ কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।