চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আঞ্চলিক ভাষায় কথা বলতে অনেকে হীনমন্যতায় ভোগে। এটা একদমই হওয়া উচিত না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ১০ম আবৃত্তি উৎসবে এ কথা বলেন প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। উৎসবে 'চবি আবৃত্তি মঞ্চ সম্মাননা-২০২৩' দেওয়া হয় জয়ন্ত চট্টোপাধ্যায়কে।
রোববার (১২ মার্চ) সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পর্দা ওঠে আবৃত্তি উৎসবের। পরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শুরু হয় মূল অনুষ্ঠান।
'নির্বাসিত কবিতার জয় হোক' প্রতিপাদ্যে আয়োজিত আবৃত্তি উৎসবে সভাপতিত্ব করেন আবৃত্তি মঞ্চের উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।
বৃন্দ পরিবেশনা 'স্বোপার্জিত স্বাধীনতা'র মধ্য দিয়ে শুরু হয় উৎবের আবৃত্তি পর্ব৷ আবৃত্তি পরিবেশন করেন মাসকুর এ সাত্তার কল্লোল, ফারুক তাহের, প্রণব চৌধুরী, মুজাহিদুল ইসলাম ও শুভাশিস শুভ। এছাড়াও পরিবেশিত হয় দ্বৈত প্রযোজনা ভালোবাসার উপাখ্যান ও বৃন্দ পরিবেশনা মহুয়ার পালা।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএ/পিডি/টিসি