ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবনের ছাদ ফুটো করে দিল সিডিএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
ভবনের ছাদ ফুটো করে দিল সিডিএ

চট্টগ্রাম: নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় নগরের কল্পলোক আবসিকের কয়েকটি ভবনের ছাদ ফুটো করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এছাড়া নিয়ম না মেনে স্থাপনা তৈরি করায় আরও কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি।

রোববার (১২ মার্চ) সকালে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিকে এ অভিযান চালায় সিডিএ।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিডিএর ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান ও উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈছা আনছারী বাংলানিউজকে জানান, কল্পলোক আবাসিকে কয়েকটি ভবনের ৯ তলার অনুমোদন থাকলেও ১০-১১ তলা বানানো হয়েছে।

যা সম্পূর্ণ অবৈধ। সিডিএ’র পক্ষ থেকে সরেজমিন তদন্তে গেলে অনিয়ম ধরা পড়ে। তাই এ সব স্থাপনা নষ্ট করে দেওয়া হয়। এছাড়া, আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ ও সরকারি খাল নালা দখল স্থাপন নির্মাণের প্রমাণ মেলায় সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।