চট্টগ্রাম: নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় নগরের কল্পলোক আবসিকের কয়েকটি ভবনের ছাদ ফুটো করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এছাড়া নিয়ম না মেনে স্থাপনা তৈরি করায় আরও কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি।
রোববার (১২ মার্চ) সকালে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিকে এ অভিযান চালায় সিডিএ।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিডিএর ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান ও উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈছা আনছারী বাংলানিউজকে জানান, কল্পলোক আবাসিকে কয়েকটি ভবনের ৯ তলার অনুমোদন থাকলেও ১০-১১ তলা বানানো হয়েছে।
এ সময় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমআর/পিডি/টিসি