চট্টগ্রাম: হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) ভোররাত ৪টা থেকে অভিযান শুরু হয়ে সকাল ৭টায় শেষ হয়।
জানা গেছে, ব্যবসায়ী মো. মানিক ও মো. হাসান মিয়াকে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
বিই/টিসি