ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিএইচপির গাড়ি তৈরির কারখানা পরিদর্শন সিআইইউর শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
পিএইচপির গাড়ি তৈরির কারখানা পরিদর্শন সিআইইউর শিক্ষার্থীদের

চট্টগ্রাম: দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের গাড়ি তৈরির বড় কারখানাটি পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বিজনেস স্কুলের শিক্ষার্থীরা।  

ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের ছাড়িয়ে যেতে নিয়মিত ‘ইন্ডাস্ট্রি ট্যুর’র অংশ হিসেবে সম্প্রতি বিজনেস স্কুলের একঝাঁক শিক্ষার্থী পোর্ট কানেক্টিং এলাকায় অবস্থিত পিএইচপির গাড়ি তৈরির কারখানাটি পরিদর্শন করেন।

 

এ সময় তারা গাড়ি তৈরির নানান ধরণ, পদ্ধতি, যন্ত্রাংশের ব্যবহার,  টেকনোলজিসহ নানান দিকগুলো জেনে নেন। এর আগে সকালে সিআইইউর বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদেরের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি দল কারখানায় পৌঁছলে তাদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।

 

তিনি পুরো দলটিকে কারখানাটি ঘুরিয়ে দেখান এবং ব্রিফিং সেশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  

এ সময় মোহাম্মদ আকতার পারভেজ জানান, স্থানীয় ব্র্যান্ডটি আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে একদিন গাড়ির জগতে বড় সুনাম কুড়াবে। কেবল তাই নয়, এই শিল্পটি দেশে প্রতিষ্ঠিত হলে প্রচুর ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সম্ভাবনাও তৈরি হবে।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ এবং শিক্ষক ড. আরিফ ইফতেখার উপস্থিত ছিলেন।  

সিআইইউর বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের বলেন, আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি’ এ  শ্লোগানকে সামনে রেখে বেসরকারি অটোমোবাইলস খাতে পিএইচপি অনেক দূর এগিয়ে গেছে। এই ধরণের ব্যাতিক্রমধর্মী পরিদর্শন কার্যক্রমে যুক্ত হয়ে সিআইইউর শিক্ষার্থীরা আগামি দিনগুলিতে বহুদূর এগিয়ে যাবে-এমনটা আশাবাদ আমার।

পিএইচপি অটোমোবাইলস বাংলাদেশে পাঁচ মডেলের প্রাইভেট গাড়ি বিক্রি করছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ২ হাজার ৭০০ লোক কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।