ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন: রাত পোহালেই শেষ প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন: রাত পোহালেই শেষ প্রচারণা

চট্টগ্রাম: রাত পোহালেই শেষ হচ্ছে বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহুর্তে প্রার্থীদের প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা।

এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।

নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

বৃহ্স্পতিবার (১৬ মার্চ) এ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন ও মহিলা ভোটার রয়েছেন ৯৮ হাজার ৫০১ জন। নির্বাচনে ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে ভোট গ্রহণ করা হবে।  

এর আগে বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।