ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ে পাওয়া গেল নিখোঁজ প্রবাসীর গলিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
পাহাড়ে পাওয়া গেল নিখোঁজ প্রবাসীর গলিত মরদেহ মনছুর আলী

চট্টগ্রাম: লোহাগাড়ার পুটিবিলায় নিখোঁজের ১৪ দিনে মনছুর আলী (২৭) নামে এক প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রবাসী ওই এলাকার ফরিদ আহমদের ছেলে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত ২ মার্চ নিখোঁজ প্রবাসী মনছুর আলীর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা বলে থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। পরে আজ সকালে তার সন্ধান পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।