ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাস চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বাস চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মোড়ে বাস চাপায় সাকিয়াতুল কাউছারের (৪৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

সাকিয়াতুল কাউছার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার সরওয়ার কামালের স্ত্রী। নগরের অক্সিজেন চক্রেসো কানন আবাসিক এলাকায় থাকেন।

তিনি হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।  

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান, কর্মস্থলে যাওয়ার জন্য ওই নারী রাস্তা পার হওয়ার সময় নিউমার্কেটগামী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, বাস চাপা দেওয়া বাসচালক মো. রাজিবকে গ্রেফতার করা হয়েছে। অক্সিজেন থেকে নিউমার্কেট ৮ নম্বর রুটের বাস চালান তিনি। অক্সিজেন মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেইটের দিকে যাওয়ার সময় রাজিব যানজট এড়াতে বাসটি উল্টোপথে দ্রুতগতিতে চালিয়ে যায়। রাজিবকে গ্রেফতারের পর বাসটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।