ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের মামলায় ২ জনের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
মাদকের মামলায় ২ জনের যাবজ্জীবন 

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার মাদকের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৪ মার্চ) পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন।

 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম কলাবাগ এলাকার মো. আবদুল রবের ছেলে ও বাস চালক মো. আবদুল আজিজ (৪৫) ও কুমিল্লা জেলার তিতাস থানার করিকান্দি ভূঁইয়া বাড়ীর মো. নজরুল ইসলাম হিরুর ছেলে চালকের সহকারী মো. জুয়েল (৩১) ।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আবদুল আজিজ ও মো. জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১২ মে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক রাজাখালী জমজম আইচ ফ্যাক্টরীর সামনে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৮৩৫ পিচ ইয়াবাসহ চালক ও তার সহকারীকে গ্রেফতার করে র‍্যাব-৭। এই ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর ডিএডি মো. আবুল কাসেম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। ২০২০ সালের ২৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।  ২০২২ সালের ১৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। এই মামলায় আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।