ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাজিস্ট্রেটের অভিযানে মুরগির দাম কমলো ১০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ম্যাজিস্ট্রেটের অভিযানে মুরগির দাম কমলো ১০ টাকা ...

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়িতে বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় বাজারের মূল্য তালিকায় প্রতিকেজি মুরগির ক্রয়মূল্য পরিবহন খরচসহ ২৪০ টাকা দেখা যায়।

কিন্তু দোকানে লাগানো মূল্য তালিকায় প্রতিকেজি ফার্মের মুরগীর বিক্রয়মূল্য ২৬০ টাকা দেখেন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।  

পরে তার নির্দেশে ২৫০ টাকা করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বাজারের অন্য ব্যবসায়ীরা মূল্য তালিকা সংশোধন করে নেন।  

বুধবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের কাজির দেউরি বাজারে পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন গঠিত মনিটরিং টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় একটি ফলের দোকানকে ৩ হাজার জরিমানা করা হয়। এছাড়া সকল দোকানের ডিজিটাল বাটখারা বিএসটিআই প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করা হয়। ক্রয়-বিক্রয় মূল্যের রশিদ যাচাই, বিভিন্ন প্যাকেটজাত পন্যের মেয়াদ যাচাই, চিনি, খেজুর, ছোলা ও তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়।

এছাড়াও সানমার ওশান সিটিতে ফুড কোর্টগুলোতে পবিত্র রমজানে আগত ক্রেতাদের ইফতারের মান নিশ্চিত করার নির্দেশনা দেন। এ সময় একটি দোকানকে ৫ হাজার জরিমানা করা হয়। সর্তক করা হয় রেস্টুরেন্টগুলোকে। সানমার শপিং কমপ্লেক্সের এমডি ও জিএমকে পোশাকের বাজার পরিস্থিতি যেনো অসাভাবিক না হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

বিএসটিআই, সিএমপি, ক্যাব ও কৃষি বিপনন কর্মকর্তা এ অভিযানে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।