চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার মাদকের মামলায় হাজেরা খাতুন (৩০) নামে এক নারীকে ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মার্চ) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাজেরা খাতুন, কক্সবাজার জেলার সদর থানার গয়াম বাগান ঘোনারপাড়া রশিদ আহামদের মেয়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৮ আগস্ট নগরের বাকলিয়া থানার সাজেদা মার্কেটের সামনে নুর আহম্মদ দোকানের সামনে থেকে হাজেরা খাতুনকে গ্রেফতার করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন,মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় হাজেরা খাতুনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমআই/পিডি/টিসি