ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডা. আরিফ বাচ্চুর পিতার মৃত্যুতে শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ডা. আরিফ বাচ্চুর পিতার মৃত্যুতে শোক ডা. একেএম জালাল উদ্দিন আহমেদ

চট্টগ্রাম: ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট (ড্যান) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চুর পিতা, প্রগতিশীল ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিকিৎসক ডা. একেএম জালাল উদ্দিন আহমেদ আজ বুধবার (১৫ মার্চ) সকাল সাতটায়  নগরের লালখানবাজার এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। আজীবন সততা ও নিষ্ঠার সাথে মানবসেবায় তিনি নিয়োজিত ছিলেন।
 

তিনি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, বিএনএসবি, বিপিএমপিএ, বিএমএ এর আজীবন সদস্য।  

ডা. একেএম জালাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।  

শোক বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ডা. একেএম জালাল উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ খ্যাতিমান চিকিৎসক ও একজন দেশপ্রেমিক পেশাজীবী সংগঠককে হারালো। গরীব দুঃখী অসহায় মানুষের জন্য তাঁর দুয়ার সবসময় খোলা ছিলো। টাকাপয়সা নিয়ে কখনো রোগীর কাছে কথা বলতেন না। তিনি উদার ও মানবিক ছিলেন।

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী এবং সাধারণ সম্পাদক টিকলু কুমার দে এক বিবৃতিতে ডা. একেএম জালাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।  

শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম জেলার সভাপতি ডা. চন্দন দাশ।

চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী গভীর শোক জানানোর পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও রবীন দে সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে ডা. চন্দন দাশ এবং অধ্যাপক শীলা দাশগুপ্তা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়ধ ২২৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।