চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: টেকনাফে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে চবি শিক্ষক সমিতি। এছাড়া অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সাধারণ অধ্যাপক আব্দুল হক সাক্ষরিত এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ভ্রমণ শেষে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে জাহাজের স্টাফদের দ্বারা ন্যাক্কারজনক হামলার শিকার হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এমন ভারসাম্যহীন অযাচিত আচরণ লজ্জার, অবমাননাকর এবং এক ধরনের মনোবৈকল্যের লক্ষণ। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এমএ/পিডি/টিসি