চট্টগ্রাম: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে বর্ণিল আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে (মুজিব পার্ক) জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন।
ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু মিশে আছেন বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। সমকালীন বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগানের নাম শেখ মুজিব। বাঙালি জাতির চেতনার ধমনীতে প্রবাহিত শুদ্ধতম নাম শেখ মুজিব। তিনি চিরন্তন, চিরঞ্জীব; বাঙ্গালীর প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে তিনি অবিনাশী চেতনা। বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, আবহমান বাংলা ও বাঙ্গালীর হাজার বছরের আরাধ্য পুরুষ। তাই কালজয়ী রাষ্ট্রনায়ক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অক্ষয় নাম যুগ যুগান্তরে লেখা রবে বিশ্বজনীন মুক্তির নব ইতিহাসে ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
পিডি/টিসি