ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাজিরহাট ও বোয়ালখালীতে নৌকার জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
নাজিরহাট ও বোয়ালখালীতে নৌকার জয় নাজিরহাট ও বোয়াখালীতে বিজয়ী আ.লীগের প্রার্থী

চট্টগ্রাম: নাজিরহাট পৌরসভা নির্বাচন ও বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বে থাকা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।

নাজিরহাট পৌরসভা সভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী একে জাহেদ চৌধুরী ১০ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৪৮ হাজার ৩৩৮ ভোটারের বিপরীতে ২৬ হাজার ২৯৯ জন ভোট প্রদান করেছেন।

যা শতাংশের হিসেবে ৫৪.৪০। এছাড়া বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম ৩০ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ২ লাখ ৬ হাজার ১৬৭ ভোটারের বিপরীতে ৩৪ হাজার ৪৭৮ জন ভোট প্রদান করেছেন। যা শতাংশের হিসেবে ১৬.৭২।

এর আগে সকাল ৮ থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় শেষ হয় ভোট গ্রহণ।

নির্বাচনে নাজিরহাট পৌরসভায় তেমন অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও বোয়ালখালীতে ইভিএম সরঞ্জাম ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটে। উপজেলা জ্যৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট বাইরে নিয়ে যায় এক যুবলীগ নেতা। পরে এ সরঞ্জাম ফিরিয়ে দিলেও পুলিশ অভিযুক্ত যুবলীগ নেতাকে আটক করে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা,  মার্চ ১৬, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।