চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবস সামনে রেখে মীরসরাই-সীতাকুণ্ড সীমান্ত থেকে শুভপুর ব্রিজ পর্যন্ত ‘ওয়াক-অ্যা-থন’ অনুষ্ঠিত হবে ২২ মার্চ। ভোর ৫টায় এ হাঁটা কর্মসূচি শুরু হবে, দুপুর ১২টা নাগাদ শেষ হবে।
উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, মুক্তিযোদ্ধার সন্তান মাহবুব রহমান রুহেল এ কর্মসূচি সফল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আহ্বান জানিয়েছেন।
‘‘মুক্তিযুদ্ধের মহান আত্মত্যাগে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে বাস করার সুযোগ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময় আমরা দিতে পারবো না। জাতির সেইসব মহান সন্তানদের গৌরবকে ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের কাছে বিস্তৃত করতে পারি। আসুন আমরা পরিবর্তনের আওয়াজ তুলি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাওয়া এই দেশকে এগিয়ে নিয়ে যাই।
বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ২২ মার্চ আমি মীরসরাই -সীতাকুণ্ড সীমান্ত থেকে মিরসরাইয়ের শুভপুর ব্রিজ পর্যন্ত একটি হাঁটা কর্মসূচির আয়োজন করছি। একক ‘ওয়াক-অ্যা-থন’ অংশগ্রহণ করছি। মহান এই উদ্যোগে আমরা প্রায় ৭ ঘণ্টায় মোট ৩৪ কিলোমিটার হাঁটব।
আপনারাও প্রতি কিলোমিটারে নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়ে এই কর্মসূচিতে অংশ নিতে পারেন। আমি ভোর ৫টায় এই হাঁটা কর্মসূচি শুরু করব, দুপুর ১২টা নাগাদ শেষ করব। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধা সংগঠন’।
আমরা জানি মীরসরাইয়ে অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে। শুভপুর ব্রিজ থেকে প্রথম প্রতিরোধ শুরু হয়, যেখানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ব্রিজটি ধ্বংস করে পাকিস্তানি সামরিক বাহিনীকে স্তব্ধ করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করার অপারেশনটি চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জনপদকে পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষায় ভূমিকা রেখেছিল। বেঁচে গিয়েছিল লাখ লাখ সাধারণ মানুষ।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মিরসরাইয়ের এই গৌরবান্বিত অধ্যায়কে স্মরণীয় করে রাখা এবং সেই সময়কার মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এই দীর্ঘ পদযাত্রার আয়োজন। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে, মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এই উদ্যোগে সামিল হোন।
রেজিস্ট্রেশনের লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMqCuXwo__9J4ZbXteCi3_YzorEs8ibosIJJZRC6qOlYkcew/viewform?
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এআর/পিডি/টিসি