চট্টগ্রাম: মূল্য তালিকা না থাকা, ওজন ও পরিমাপে কম দেওয়া ও বিএসটিআই আইন অমান্য করায় পাঁচ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাটহাজারী পৌরসভা এলাকার কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বাংলানিউজকে বলেন, মূল্যতালিকা না থাকায় দুইটি প্রতিষ্ঠান ৫ হাজার টাকা জরিমানা ও অন্য তিনটি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই চট্টগ্রাম অফিসের পরিদর্শক প্রকৌশলী মো. জিল্লুর রহমান এবং ফিল্ড অফিসার জেরিন তাসনিম, হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
বিই/পিডি/টিসি